ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক খাতে পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
সামরিক খাতে পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

বিশ্বে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কিনবে অস্ট্রেলিয়া। এজন্য দেশটির সরকার তাৎক্ষণিকভাবে ১৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয় করবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কৌশলগত পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

১১০ পৃষ্ঠার ওই প্রতিবেদনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা কৌশলগত পর্যালোচনা (ডিএসআর) হলো ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা শেষ করা হয়েছে। ’

তিনি বলেন, বিশ্বে আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ সবসময়ই বিকশিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, পর্যালোচনার অধীনে, অস্ট্রেলিয়ায় তৈরি যুদ্ধাস্ত্রসহ অনেক দূরে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্রের দিকে মনোনিবেশ করা হবে।

মার্লেস সাংবাদিকদের বলেন, আমাদের এমন একটি প্রতিরক্ষা বাহিনী থাকা দরকার যেটি ‘প্রভাবমূলক অভিক্ষেপে’ নিয়োজিত থাকার ক্ষমতা রাখে।

মন্ত্রী বলেছিলেন যে, ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জসহ ‘নির্ভুল স্ট্রাইক মিসাইল’ সেনাবাহিনীকে প্রয়োজনীয় অগ্নিশক্তি ও গতিশীলতা দেবে।

ডিএসআরের পর্যালোচনায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা উচিত।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।