ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ

সারা বিশ্বে ২০২২ সালে সামরিক ব্যয় ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি সর্বকালের সর্বোচ্চ।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে সামরিক ব্যয়ে এই মারাত্মক ঊর্ধ্বগতি বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)।

বৈশ্বিক সামরিক ব্যয় সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এসআইপিআরআই সোমবার (২৪ এপ্রিল) বলেছে, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী ব্যয় বেড়েছে।

শুধুমাত্র ইউরোপে বেড়েছে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্তত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

প্রতিবেদন বলছে, ব্যয়ের বেশিরভাগই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্ত ছিল। তবে অন্যান্য দেশগুলোও রাশিয়ান হুমকির প্রতিক্রিয়ায় সামরিক ব্যয় বাড়িয়েছে।

এসআইপিআরআই বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি একটি চিহ্ন, যা আসলে বলছে আমরা একটি ক্রমবর্ধমান অনিরাপদ বিশ্বে বাস করছি। রাষ্ট্রগুলো একটি অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা তাদের আগামী সময়য়ের জন্য ক্ষতিকর।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক ব্যয় ২০২২ সালে ৯.২ ভাগ বেড়ে হয়েছে ৮৬.৪ বিলিয়ন ডলার।

বিশ্বে যুক্তরাষ্ট্র এখনো সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশ। তারা ২০২২ সালে ব্যয় ০.৭ ভাগ বাড়িয়ে খরচ করেছে ৮৭৭ বিলিয়ন ডলার। এটি হলো বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৯ ভাগ।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে তার স্থান অক্ষুণ্ণ রেখেছে। তারা ২০২২ সালে সামরিক খাতে ব্যয় করেছে ২৯২ বিলিয়ন ডলার।

জাপান ২০২২ সালে ব্যয় করেছে ৪৬ বিলিয়ন ডলার। ১৯৬০ সালের পর এই খাতে জাপান এবারই সর্বোচ্চ ব্যয় করেছে।

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ২৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।