ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে বায়ুদূষণে বছরে ১২শ শিশু ও কিশোর-কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
ইউরোপে বায়ুদূষণে বছরে ১২শ শিশু ও কিশোর-কিশোরীর মৃত্যু

বায়ুদূষণের কারণে ইউরোপে বছরে ১২শর বেশি শিশু ও কিশোর-কিশোরীর মৃত্যু হচ্ছে। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি (ইইএ) সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

ইইএ বলছে, শিশুদের অকালমৃত্যুর সংখ্যা খুব বেশি না হলেও জীবনের একেবারের শুরুর দিকে মৃত্যুর কারণে ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট হচ্ছে। এছাড়া শিশুরা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছে।

বায়ুদূষণের কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ইউরোপের প্রায় ৯ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী অ্যাজমায় আক্রান্ত।

এ ছাড়া বায়ুদূষণে ফুসফুসের কার্যকারিতা হ্রাস, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও অ্যালার্জি হতে পারে।  

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্রসহ মোট ৩০টি দেশের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে ইইএ।

রাশিয়া, যুক্তরাজ্য ও ইউক্রেনের মতো শিল্পোন্নত উন্নত দেশের তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি। পুরো ইউরোপে মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার চেয়ে মধ্য-পূর্ব ইউরোপ ও ইতালিতে বায়ুদূষণ বেশি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে অন্তর্ভুক্ত দেশগুলোর শহরাঞ্চলে বাস করা প্রায় ৯৭ শতাংশ মানুষ গেল বছর যে বাতাস গ্রহণ করেছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণ করেনি বলেও জানানো হয়েছে।

ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি বায়ুদূষণ থেকে শিশুদের রক্ষায় স্কুলের আশেপাশে সবুজ এলাকা বাড়াতে বলেছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।