ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) এই তথ্য জানিয়েছে।

খবর রয়টার্স।  

ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্র (ইএমএসসি) এর আগে অনুমানে জানিয়েছিল, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯।  

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিএমকেজি স্থানীয় কর্তৃপক্ষকে বলেছে, তারা যাতে ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের বলে সাগরের তীর থেকে দূরে থাকতে।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, এপিসেন্টারের সবচেয়ে নিকটবর্তী দ্বীপ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।  

পশ্চিম সুমাত্রা রাজধানী প্যাডাংয়ে বেশ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। কিছু লোকজন সাগরের তীর থেকে দূরে সরে যায়।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, এখানে কম্পন কিছুটা শক্তিশালী ছিল। এখনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।  

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।  

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।