ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণে প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণে প্রাণ গেল ১২ জনের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কাউন্টার টেররিজম অফিসে দুটি বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণ গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

 

পুলিশ বলছে, হামলার কোনো প্রমাণ নেই। বৈদ্যুতিক ত্রুটির ফলে গোলাবারুদ জ্বলে যাওয়ার ফলে এটি হতে পারে।  

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। সোমবার স্থানীয় সময় রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
সোয়াত উপত্যকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০০৯ সালে বিতাড়নের আগ পর্যন্ত এই উপত্যকা ইসলামপন্থি জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল।  

বিস্ফোরণের ফলে ৪০ এর বেশি লোক আহত হয়েছেন। ভবন ধসে পড়েছে।

আফগানিস্তান লাগোয়া। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র বলেন, গোলাবারুদে আগুন ধরে যায়। খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে হতে পারে।  

তিনি বলেন, এখন পর্যন্ত বাইরে থেকে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানি তালিবান গোষ্ঠী কয়েকটি হামলা চালিয়েছে। তবে এই বিস্ফোরণে জড়িত থাকার দায় স্বীকার করেনি।  

কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদ রয়টার্সকে বলেন, বিস্ফোরণগুলো সন্ত্রাসবাদী কাজ বলে মনে হয়নি।
 
তিনি বলেন, একটি গুদাম ছিল যেখানে অনেক পরিমাণে অস্ত্র ছিল। এখন পর্যন্ত আমাদের বিশ্বাস, অসতর্কতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে আমরা আমাদের সব বিকল্প খোলা রাখছি।  

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রাথমিকভাবে এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বললেও পরে তিনি টুইট করে জানান, বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।