ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনেই জাতিসংঘ মহাসচিবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনেই জাতিসংঘ মহাসচিবের নিন্দা

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (২৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে গুতেরেস বলেন, যুদ্ধের কারণে ইউক্রেন ও দেশটির জনগণ ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন।

তিনি বলেন, করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনীতিতে বিচ্যুতি শুরু হয়েছিল, এ যুদ্ধ তা আরও উসকে দিয়েছে।

মহাসচিব বলেন, বৃহৎ শক্তিগুলোর মধ্যকার উত্তেজনার ঐতিহাসিক মাত্রাগত বেড়েছে। ভুল হিসাব-নিকাশের কারণে সংঘাতের ঝুঁকিও একইভাবে বেড়েছে।

১৫ মাসের নিরাপত্তা পরিষদে রোটেশন অনুযায়ী এপ্রিল মাসের সভাপতিত্বের দায়িত্ব পায় রাশিয়া। সংস্থাটির বৈঠকে বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সনদ নিয়ে আলোচনা হয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার বক্তব্যে বলেন, বহুপক্ষীয় আস্থার সংকটে পরিস্থিতির অবনতি হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশেষ সামরিক অভিযান বলেন। তবে পর এটি যুদ্ধে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।