ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা করল তালিবান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
কাবুল বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা করল তালিবান

২০২১ সালে কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতাকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান হত্যা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিবিসি।

ওই বোমা হামলায় ১৭০ জন বেসামরিক ও ১৩ মার্কিন সৈন্য নিহত হয়। তালিবান শাসনক্ষমতা দখলের কারণে লোকজন যখন পালাচ্ছিল, তখনই হামলা হয়েছিল।  

আইএসের এই নেতা সপ্তাহখানেক আগে হত্যার শিকার হন। তবে তার মৃত্যু নিশ্চিত করতে সময় লেগেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসির সংবাদ অংশীদার সিবিএসকে এসব বলেন।

হত্যার শিকার ব্যক্তির নাম এখনও প্রকাশ করা হয়নি।  

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, গোয়েন্দাদের দেওয়া তথ্য ও ওই অঞ্চলে পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, আইএস নেতা মারা গেছেন।  

তবে বোমা হামলার পেছনে ওই ব্যক্তি কীভাবে জড়িত সেই সম্পর্কে কিছু বলেননি কর্মকর্তারা।

শীর্ষ এক কর্মকর্তা সিবিএসকে বলেন, সরকারের বিশেষজ্ঞদের বেশ আত্মবিশ্বাস রয়েছে যে, ওই ব্যক্তিই হামলার পেছনে দায়ী।  

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ওই নেতার মৃত্যুর খবর জানতে পারে। এটি এখনো নিশ্চিত নয় যে, তিনি তালিবানের টার্গেট ছিলেন কি না, কিংবা তালিবানের সঙ্গে তিনি যুদ্ধে মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।