ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে টি-১৪ আর্মাটা ট্যাংক নামাচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ইউক্রেনে টি-১৪ আর্মাটা ট্যাংক নামাচ্ছে রাশিয়া!

ইউক্রেনে হামলা চালাতে নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া। নতুন এই অস্ত্রটি হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক।

বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংক ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা দাবি করছে, ‘ইউক্রেনে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংক এখনও কাজে লাগানো হয়নি। ’

রয়টার্স জানিয়েছে, টি-১৪ ট্যাংক ভেতরে বসেই চালানো যায়। এজন্য এই সাঁজোয়া যানের ওপর কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই।

আরআইএ-র প্রতিবেদন অনুযায়ী, মসৃণ জায়গায় এই ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, এ ধরনের একেক-একটি ট্যাংক তৈরিতে ১১ বছর সময় লেগেছে।

এই ট্যাঙ্কের ‘প্রাইমারি গান’-এ ৪২ রাউন্ডের গোলা ভরা যায়। যার মধ্যে ৩২ রাউন্ড অটোলোডার।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।