ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুত থেকে সৈন্য প্রত্যাহারের হুমকি ভাগনারের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
বাখমুত থেকে সৈন্য প্রত্যাহারের হুমকি ভাগনারের

রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুতের যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের হুমকি দিয়েছে। খবর আল-জাজিরা।

 

রুশ সামরিক ব্লগার সেমিয়ন পেগভের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, কামানের গোলাবারুদের অভাবে বাখমুতে ক্ষয়ক্ষতি পাঁচগুণ বেড়ে গেছে।

শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে প্রিগোজিন বলেন, প্রতিদিন আমাদের হাজার হাজার লাশের স্তূপ থাকে যা আমরা কফিনে ভরে বাড়িতে পাঠাই।  

প্রিগোজিন বলেন, তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে গোলাবারুদ চেয়ে চিঠি লিখেছেন।  

তিনি বলেন, যদি গোলাবারুদের ঘাটতি পূরণ করা না হয়, আমরা বাধ্য হব-  ভয়ার্ত ইঁদুরের মতো এদিক-ওদিক না পালাতে- সৈন্য প্রত্যাহার করতে অথবা মরতে।

বাখমুত থেকে কিছু যোদ্ধার প্রত্যাহারের সম্ভাবনা হয়তো রয়েছে। প্রিগোজিন সতর্ক করে দিয়ে বলেছেন, এর অর্থ দাঁড়াবে, রাশিয়ার ফ্রন্টলাইন হয়তো কোথাও ভেঙে পড়বে।  

শনিবার টেলিগ্রামে এক অডিও বিবৃতিতে ভাগনার প্রধান বলেন, গোলাবারুদের অভাবে তিনি ৯৪ জন সৈন্য হারিয়েছেন।  

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাশিয়ার সেনাবাহিনী তার লোকজনকে প্রয়োজনীয় গোলাবারুদ দিচ্ছে না। রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।