ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মক্কার উষ্ণতম দিনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ১, ২০২৩
মক্কার উষ্ণতম দিনের রেকর্ড ছবি: সংগৃহীত

ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান হলো সৌদি আরবের মক্কা নগরী। আর সেই মক্কাই দেশটির সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড অর্জন করেছে।

১৯৮৫ থেকে ২০২২ সাল পর্যন্ত চালানো দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, দীর্ঘ ৩৭ বছরের মধ্যে ১৮১ দিনই মক্কার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

তাদের দেওয়া তথ্যমতে, মক্কার পরে যথাক্রমে রয়েছে আল আহসা, আল কায়সুমাহ ও দাম্মাম। আল আহসা’র উষ্ণতম দিন ১৬৭, আল কায়সুমাহ’র ৫৯ ও দাম্মামের ৫৩।

ধূলিঝড়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে আল কাইসুমাহ, এখানে ধূলিঝড় হয়েছে ১১৯ দিন। পরে রয়েছে আল আহসা, এখানে ধূলিঝড় হয়েছে ১১০ দিন। তারপর রয়েছে রাফহা, এখানে ধূলিঝড় হয়েছে ৯৯ দিন।

বজ্রসহ ঝড় সবচেয়ে বেশি হয়েছে আদহা অঞ্চলে। এ অঞ্চলে ৭৮৮ দিন বজ্রসহ ঝড় বয়ে গেছে। পরের স্থানে রয়েছে তায়েফ। এখানে বজ্রসহ ঝড় হয়েছে ৭৮৪ দিন, আল বাহায় ৭৪৬ দিন, খামিস মুশাইতে ৩৬৩ দিন ও আল বাহায় ৩২০ দিন।  

৩৭ বছরের ইতিহাসে সৌদির আবরের দাহরানে সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ২০০৯ সালে রেকর্ড করা হয়। ওই সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বিশহা অঞ্চলে। ২০১৩ সালের রেকর্ড অনুযায়ী তা ছিল ৯৬ মিলিমিটার।

সূত্র: ওয়ার্ল্ড গালফ

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।