ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক

ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হচ্ছে আগামী শনিবার। এর মধ্য দিয়ে তিনি ব্রিটেনের ৪০তম রাজা হবেন।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সীমিত, তবে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজকীয় অভিষেক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

৭৪ বছর বয়সী রাজা চার্লস ওইদিন আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরবেন। ব্রিটিশ সাম্রাজ্যের এক হাজার বছরের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে বসতে চেয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে মারা যান রাজা চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনের দায়িত্বে ছিলেন রানি।

১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের অনুষ্ঠানের চেয়ে অনেকটা ‘ছোট মাপের’ হবে চার্লসের রাজ্যাভিষেক। রানির অভিষেকের অনুষ্ঠানে ছিলেন আট হাজার বিদেশি অতিথি। অনুষ্ঠান চলেছিল তিন ঘণ্টারও বেশি সময় ধরে।

৬ মে প্রায় দুই হাজার বিদেশি অতিথির সমাগম হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম। অনুষ্ঠানের দৈর্ঘ্যও এক ঘণ্টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে।

মহামারি করোনার পর ব্রিটেনের অনেকেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। এ অবস্থায় অতিরিক্ত জাঁকজমকপূর্ণ করে রাজ্যাভিষেক হলে নতুন রাজার সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে ছোট করে হলেও ঐতিহ্য মেনেই এ অনুষ্ঠান করা হবে বলে রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।