ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের সাত গোয়েন্দা এজেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া: তাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
ইউক্রেনের সাত গোয়েন্দা এজেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া: তাস

ক্রিমিয়ায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ মে) রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে এফএসবি বলেছে, রুশ-সমর্থিত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ এবং অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালাতে তারা ব্যর্থ হয়েছে।

সিকিউরিটি সার্ভিসটি বলছে, ক্রিমিয়াতে বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের একটি এজেন্ট নেটওয়ার্কের কার্যক্রম ভেঙে দিয়েছে এফএসবি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ক্রিমিয়া বারবার আক্রমণের মুখে পড়েছে। কিয়েভ বারবার ক্রিমিয়ান উপদ্বীপ পুনরুদ্ধারে তার অভিপ্রায় ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।