ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

 ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
 ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের তল্লাশি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাসিলিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোভিড টিকার তথ্য সংবলিত সরকারি ডাটাবেজে কারচুপি সন্দেহে চালানো তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হলো।

পুলিশ বলছে, বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তির টিকা দেওয়ার অবস্থা পরিবর্তনে ডাটাবেস পরিবর্তন করা হয়েছে। বলসোনারোর ঘনিষ্ট সহযোগী মাওরো সিডকে এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ফেডারেল পুলিশ বলছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড ১৯ টিকার রেকর্ডে মিথ্যা তথ্য প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। টিকার অবস্থায় এ কারণেই পরিবর্তন আনা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে টিকার সনদ সহজেই পাওয়া যায়।  

বলসোনারো ছিলেন কোভিড ভ্যাকসিনেশনের একজন সোচ্চার বিরোধী, তিনি বারবার টিকা ও এর কথিত পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

২০২১ সালে এক মিডিয়া লাইভস্ট্রিমে বলসোনারো দাবি করেন, কোভিড ১৯ টিকা এইডস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ওই বছরে অক্টোবরে তিনি বলেছিলেন, তিনি টিকা নেবেন না।
  
সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বুধবারের এই তল্লাশি নিয়ে কিছু বলেননি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।