ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ৪, ২০২৩
ইউক্রেনের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

কিয়েভসহ বেশ কয়েকটি শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) ভোরের দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছে, যেকোনো ধরনের হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে বলেছে, কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানী কিয়েভে অন্তত একটি বিস্ফোরণ হয়েছে।

ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান টেলিগ্রামে বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম চলছে।

এদিকে স্থানীয় গণমাধ্যম ওডেসার কৃষ্ণ সাগর বন্দরে বিস্ফোরণের খবরও জানিয়েছে।

আকস্মিক সফরে নেদারল্যান্ডে জেলেনস্কি

এদিকে আকস্মিক সফরে নেদারল্যান্ডে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে নিরাপত্তার কারণে ডাচ সরকারের মুখপাত্র জেলেনস্কির সফরের বিষয়ে বিশদ জানাননি।

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে জেলেনস্কি ‘ন্যায়বিচার ছাড়া ইউক্রেনে শান্তি আসবে না’ শিরোনামে বক্তৃতা দেবেন।

নেদারল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জেলেনস্কি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শন করবেন। তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের পাশাপাশি দেশটির সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet