ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (৪ মে) নিজেদের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী।
কিয়েভ জানায়, আকাশে উড়ার পর ড্রোনটি নিয়ন্ত্রণ হারানোয় বাধ্য হয়ে এটি ভূপাতিত করা হয়েছে।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক প্রাথমিকভাবে বলেছিলেন যে, এটি একটি শত্রু ড্রোন।
কিন্তু পরে বিমানবাহিনী স্বীকার করে যে, এটি ইউক্রেনীয় ড্রোন ছিল। ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এটি ধ্বংস করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত করা ড্রোনটির নাম বায়রাকতার টিবি-২। নিয়ন্ত্রণ হারানোর পর এটি নামিয়ে আনতে ২০-২৫ মিনিটি গুলি চালানো হয়েছিল। গুলি করে নামানো ড্রোন থেকে কেউ হতাহত হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে এটি একটি দুঃখজনক ঘটনা। কিন্তু এটি প্রযুক্তি, এ ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।
শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, শহরের কেন্দ্রের পশ্চিমে সোলোমিয়ানস্কি জেলায় একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, যেখানে ড্রোনটি নামানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচএস