ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসায় নোবেল : ভ্যাটিক্যানের কঠোর সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
চিকিৎসায় নোবেল : ভ্যাটিক্যানের কঠোর সমালোচনা

রোম : টেস্ট টিউব বেবির জনক রবার্ট এডওয়ার্ডসকে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণার কঠোর সমালোচনা করেছে ভ্যাটিক্যান। এই পুরস্কারের জন্য তাকে নির্বাচন করা ‘সম্পূর্ণ প্রথাবিরুদ্ধ’ একটি কাজ বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার ইতালির সংবাদ সংস্থা এএনএসএ- এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ‘পন্টিফিকল (পোপ সম্পর্কিত) একাডেমি ফর লাইফ’ এর প্রধান ইগনাসিও কারাসকো ডি পাওলা এই সমালোচনা করেন।

তিনি বলেন, ‘চিকিৎসায় নোবেল দেওয়ার জন্য রবার্ট এডওয়ার্ডসকে নির্বাচন করা ‘সম্পূর্ণ প্রথাবিরুদ্ধ’ একটি কাজ বলেই আমি মনে করি। এই পুরস্কার চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ’

কৃত্রিম প্রজনন বিরোধী ভ্যাটিক্যানের এই মুখপাত্র বলেন, ‘মানব প্রজননের ক্ষেত্রে এডওয়ার্ডসের উদ্ভাবিত পদ্ধতি নতুন এবং গুরুত্বপূর্ণ। ’

কিন্তু তিনি এর কঠোর সমালোচনা করে বলেন, ‘এডওয়ার্ডসের কারণেই আজ পৃথিবীব্যাপী মানব ডিম্বের বাজার তৈরি হয়েছে। অসংখ্য মানবভ্রুণ ফ্রিজে বন্দী হয়ে আছে। এসব ভ্রুণের বেশিরভাগই জরায়ুতে প্রতিস্থাপনের আগেই মারা যাচ্ছে। যার জন্য তিনিই দায়ী। ’

তিনি বলেন, ‘বিজ্ঞানী হিসেবে অবশ্যই তিনি খাটো করে দেখার মতো নন। তবে এ ধরণের পুরস্কারের জন্য তাকে পছন্দ করা একটা বোধগম্যতার ব্যাপার। ’

নোবেল কমিটি থেকে জানানো হয়েছে,  এডওয়ার্ডসের কাজের ফলশ্র“তিতে পৃথিবীতে প্রায় ৪০ লাখ শিশুর জন্ম সম্ভব হয়েছে।

তার আবিস্কৃত টেস্ট টিউব পদ্ধতিতে প্রথম শিশু জন্ম নেয় ১৯৭৮ সালের ২৫ জুলাই। ব্রিটেনের লুইস ব্রাউন নামে ওই কন্যশিশুর বয়স এখন ৩২।

নোবেল কমিটি জানায়, আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে তার অবদান এক মাইলফলক উপস্থিত করেছে। তার অবদান বিশ্বের ১০ শতাংশেরও বেশি দম্পতির বন্ধ্যাত্ব দূর করেছে।


বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।