ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
ইরানে দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

হাবিব ফারাজুল্লাহ চাবের নামে এক সুইডিশ-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

২০১৮ সালে একটি সামরিক কুচকাওয়াজে হামলার জন্য অভিযুক্ত করে তাকে এ দণ্ড দেওয়া হয়।

ওই হামলায় ২৫ জন নিহত হয়।

ইরানের ইসলামিক আইনের অধীনে তার দণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি শনিবার (৬ মে) তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে হাবিব চাবের নেতৃত্বাধীন হরকাতুল আল নাযাল নামে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ভয়াবহ হামলা চালায়।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, হারকাত আল নাযাল সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হাবিব ফারাজুল্লাহ চাবেরের মৃত্যুদণ্ড শনিবার (৬ মে) সকালে কার্যকর করা হয়েছে।

২০২০ সালে ইরান তাকে গ্রেপ্তার করে।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।