ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরে ইইউ’র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ৮, ২০২৩
ইরানে দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরে ইইউ’র নিন্দা ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল

ইরানে সুইডিশ-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (৮ মে)  ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনে এ নিন্দা জানান ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে জোসেপ বরেল টুইটারে সুইডিশ-ইরানি নাগরিক হাবিব ছাবেরের ফাঁসির তীব্র নিন্দা জানান। জার্মান-ইরানি নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড না দেওয়ার জন্যও তাকে বলেন।

তিনি ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলেও যোগ করেন।

বরেল বলেন, আমি জোর দিয়ে বলেছি, ইরানকে মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পক্ষে সমর্থনও উঠিয়ে নিতে হবে।

ইরান গত শনিবার (৬ মে) ওই সুইডিশ-ইরানি দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।