ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে নতুন সিইও নিয়োগ দেবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
টুইটারে নতুন সিইও নিয়োগ দেবেন ইলন মাস্ক

টুইটারের নেতৃত্ব দিতে একজন নতুন প্রধান নির্বাহী (সিইও) নিয়োগ দেবেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণাটি দেন।

তবে কে হচ্ছেন টুইটারের নতুন প্রধান নির্বাহী, তার নাম প্রকাশ করেননি ইলন। শুধু জানিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যে তাকে নিয়োগ দেওয়া হবে। তিনি নির্বাহী চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।

গত বছর টুইটার ব্যবহারকারীরা একটি অনলাইন পোলে তাকে পদত্যাগ করার জন্য ভোট দেওয়ার পরে, ইলন মাস্ক বলেছিলেন, ‘কেউ এমন নেই যে আসলে টুইটারকে বাঁচিয়ে রাখতে পারে। ’

মাস্ক বলেছিলেন যে, তিনি নেতৃত্ব হস্তান্তর করবেন তবে এটি কখন, কীভাবে, আসলেই হবে কিনা তা স্পষ্ট করেননি।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনো টুইটারের প্রধান নির্বাহী হওয়ার জন্য আলোচনায় ছিলেন। টুইটার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত  অক্টোবরে টুইটার কেনেন ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর মাস্ক বিতর্কিতভাবে ফার্মের খরচ কমানোর জন্য হাজার হাজার কর্মীকে বরখাস্ত করেন। গত মার্চ মাসে মাস্ক বলেছিলেন কর্মী ছাঁটাই ফল পেয়েছেন তিনি। প্ল্যাটফর্মের আর্থিক উন্নতি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।