ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৩০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আহত হয়েছেন অন্তত ৯০ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে। মঙ্গলবার থেকে এই হামলা শুরু হয়।  

নিহতদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (ফিলিস্তিনি) রকেট বাহিনী প্রধান ও তার সহকারী ।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে রকেট হামলা করেছে। বৃহস্পতিবার হামলায় একজন নিহত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও ভাষণে বলেন, আমরা অভিযানের শীর্ষে আছি, আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই। যারা আমাদের ক্ষতি করতে আসবে, তাদের রক্ত দিতে হবে।

অন্যদিকে মিশর বলছে, তারা একটি যুদ্ধবিরতির চেষ্টা করছে। তবে তাদের প্রচেষ্টা নিরর্থক প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের হামলা শুরু হলে পিআইজের তিনজন শীর্ষ যোদ্ধা এবং অন্তত ১০ বেসামরিক নিহত হন। তাদের অধিকাংশই ছিল নারী ও শিশু।

হামাসের মিডিয়া অফিসের চেয়ারম্যান সালামা মারুফ বলেন, ৯০ জনের বেশি লোক আহত হয়েছে। পাঁচটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ৩০০ অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।