ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও মামলায় ইমরানের জামিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরও মামলায় ইমরানের জামিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধানের জন্য আরও একটি স্বস্তির খবর। আরও কয়েকটি মামলাতেও আদালত তার জামিন দিয়েছেন।

খবর আল জাজিরা।

গেল মঙ্গলবার (৯ মে) আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে তিনটি নতুন মামলা দায়ের হয়।

খানের আইনজীবীরা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, সব মামলায় যেন তাকে জামিন দেওয়া হয়।  

মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার বিশেষ এক আদালত ইমরানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ইমরানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে আদালতে শুনানি হয়।

শুনানিতে প্রধান বিচারপতি ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলে তাকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার আদেশ দেন।  

শুক্রবার হাইকোর্টে শুনানি শেষে দুই সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের দুই সপ্তাহের জামিন দেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১২, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।