ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন কি দ্বিতীয় দফায় গড়াবে?

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন কি দ্বিতীয় দফায় গড়াবে?

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এই ভোটে জিততে হলে তাকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।

আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরার খবর অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টা ৩১ মিনিট পর্যন্ত ৯৩ দশমিক ৬৭ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছে।   

এই সময় পর্যন্ত রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল একেপি পেয়েছে ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট। আর এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট।

সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট। আগেই সরে যাওয়া প্রার্থী মুহাররেম ইনচে পেয়েছেন দশমিক ৫ শতাংশ ভোট।

এই নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে।

ভোটের ফল গণনার সময় দুই দলই ভোটে এগিয়ে থাকার দাবি করছে। এখনো আরও ভোট গণনার অপেক্ষায় রয়েছে।  

তবে প্রশ্ন হলো কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট কি পাবে? যদি না পায় তবে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় ভোট হবে।

তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটাররা লাইনে দাঁড়ান।

রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয় বিকেল ৫টায়।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।