ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত ২৩

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর মেক্সিকান রাজ্য তামাউলিপাসের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ২৬ জন নিহত হয়েছেন।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধা ঘণ্টার মধ্যে দুটি গাড়ির সংঘর্ষ হয়। তারপর গাড়িগুলোতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি।

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছেন কি না বা দুর্ঘটনায় তিনি মারা গেছেন কি না তদন্তকারীরা সে বিষয়ে নিশ্চিত নন।

সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ভ্যানটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা হত। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মেক্সিকান।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।