ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দীর্ঘ সময় পানির নিচে থাকার রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
দীর্ঘ সময় পানির নিচে থাকার রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

যুক্তরাষ্ট্রের এক গবেষক পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার বিশ্বরেকর্ড ভেঙেছেন। জোসেফ ডিটুরি নামে এই গবেষক ফ্লোরিডার কি লার্গোতে ৩০ ফুট পানির নিচে একটি হোটেলকক্ষে ৭৪ দিনের বেশি সময় থেকেছেন।

তবে এখনই থামার পরিকল্পনা নেই তার। কি লার্গোতে পানির নিচে যে হোটেলে তিনি ছিলেন সেটির নাম জুল আন্ডারসি লজ। খবর বিবিসি।  

রোববার তিনি বলেছেন, তিনি পানির নিচে জুল হোটেলে ১০০ দিনের জন্য থাকবেন। তিনি বলেন, আবিষ্কারের কৌতূহল আমাকে এখানে নিয়ে এসেছে।

এই গবেষক বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সাক্ষাৎকার নেওয়া সেই বিজ্ঞানীদের, যারা সমুদ্রের নিচের জীবন অধ্যয়ন করেন এবং জানেন কীভাবে মানবদেহ চরম পরিবেশে কাজ করে।

এর আগে পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড ছিল দুই অধ্যাপকের। ২০১৪ সালে এই কি লার্গোর হোটেলে তারা রেকর্ডটি গড়েন।

সাবমেরিনের মতো এই হোটেলে পানির নিচের বাড়তি চাপ সমন্বয়ের ক্ষেত্রে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না। পানির নিচের এই হোটেলে অধ্যাপক ডিটুরির থাকা শুরু হয় ১ মার্চ।

পানির নিচের জুল হোটেলের নামকরণ করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক জুল ভার্নের নামানুসারে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।