ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে মার্কিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
চীনে মার্কিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭৮ বছর বয়সী এক মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের আদালত।

সোমবার (১৫ মে) দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুযহোর অন্তর্বর্তী পিপলস কোর্ট তাকে এ কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত জন শিং-ওয়ান লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দাও।

২০২১ সালের ১৫ এপ্রিল সুযহো শহরের নিরাপত্তা সংস্থার সদস্যরা লেউংকে গ্রেপ্তার করে। কিন্তু তারা ওই মার্কিন নাগরিকের গুপ্তচরবৃত্তির বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি।

আদালত দণ্ডিত মার্কিন নাগরিকের ৫ লাখ ইউয়ান মূল্যের ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে।

বেইজিংয়ে মার্কিন দূতাবাস সোমবার (১৫ মে) বলেছে, তারা লিউংয়ের যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে অবগত আছে।

সুযহো শহরের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২১ সালে জন লিউংয়ের গ্রেপ্তারের বিষয়ে হংকংকে অবহিত করেছিল চীনা কর্তৃপক্ষ।

মার্কিন নাগরিক লিউংকে এমন এক সময় কারাদণ্ড দেওয়া হলো যখন বাণিজ্য, প্রযুক্তি, ভূ-রাজনীতি ও সামরিক আধিপত্য নিয়ে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক মারাত্মক টানাপোড়েনের মধ্যে রয়েছে।
 

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।