ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনা নিহতের ঘটনায় ন্যাটোর দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
পাকিস্তানের সেনা নিহতের ঘটনায় ন্যাটোর দুঃখ প্রকাশ

ব্রাসেলস: তালেবান জঙ্গিদের ওপর বিমান হামলায় সময় পাকিস্তানের তিন সেনাসদস্য নিহত হওয়ায় সোমবার দুঃখ প্রকাশ করেছে ন্যাটো। একইসঙ্গে রসদ সরবরাহের জন্য যতো দ্রুত সম্ভব সীমান্ত খুলে দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ যৌথ বাহিনী।



সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলা বেড়ে যাওয়ার জবাবে বৃহস্পতিবার ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান সরকার।

উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তানের এ সীমান্ত অঞ্চল আফগান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।    

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাশির সঙ্গে বৈঠক শেষে ন্যাটো প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন এক বিবৃতিতে বলেন, ‘এটা উদ্দেশ্যমূলক নয়। আমাদের অবশ্যই এ বিষয়ে নিশ্চিত হতে হবে যে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনী ও পাকিস্তানী অংশীদারদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। ’

রাসমুসেনের বরাত দিয়ে ইইউ এশিয়া নিউজ জানায়, ‘যৌথ তদন্তের কাজ এগিয়ে চলেছে। সীমান্ত এলাকা নিয়ে আমাদের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মধ্য দিয়ে আমরা সীমান্ত পার হয়ে আফগান ও আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের জঙ্গিদের হামলা ও হত্যা থেকে রক্ষা করতে পারবো। ’

একইসঙ্গে সরবরাহের জন্য শিগগিরই সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করে রাসমুসেন বলেন, ‘পরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞ। ’

অষ্টম এশিয়া-ইউরোপ (এএসইএম) সম্মেলনে যোগ দিতে কোরাশি বর্তমানে বেলজিয়ামের রাজধানীতে আছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।