ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত, অস্বস্তি কাটলো কংগ্রেস শিবিরে!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
কর্ণাটকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত, অস্বস্তি কাটলো কংগ্রেস শিবিরে!

দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম। ১৩৫টি আসনে জিতে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও দুই হেভিওয়েট নেতার ‘আকাঙ্ক্ষার’ জেরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস শিবির।

কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এই ইস্যুতে দিল্লিতে কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অবশেষে সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী করছে কংগ্রেস।

বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত রোববার গোপন ব্যালটে বিধায়কদের থেকে যে মত নেওয়া হয়েছিল, তাতে এগিয়ে ছিলেন সিদ্দারামাইয়া। আর তার ভিত্তিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই ফের একবার গদিতে বসাচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বর্তমান রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৮ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, আগামী শনিবার (২০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। এদিন তার ডেপুটি হিসেবে শপথ নেবেন শিবকুমার।

প্রসঙ্গত, এর আগে রাজস্থান, পঞ্জাব, ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে ছিল। পঞ্জাব ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে সরকার হারাতে হয়েছে কংগ্রেসকে। পঞ্জাবে দল ছন্নছাড়া হয়ে পড়ায় ভোটে ভরাডুবি হয়। আর মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে মাঝপথেই কংগ্রেস সরকার পড়ে যায়। এবার কর্ণাটকেও একই পরিস্থিতি হয় কিনা, সেদিকে নজর দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।