ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
বাখমুত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: জেলেনস্কি

বাখমুত পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে তিনি বলেছেন, বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

তার বাহিনী পূর্ব ইউক্রেনের শহরটির নিয়ন্ত্রণে আছে কি না জানতে চাইলে রোববার (২১ মে) জেলেনস্কি বলেন, এটি দুঃখের বিষয়, এটি একটি ট্র্যাজেডি। কিন্তু বাখমুত আমাদের হৃদয়ে রয়েছে।

হিরোশিমায় জি-৭ দেশগুলোর বৈঠকে জেলেনস্কিকে বাখমুতের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানকার পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আপনাকে বুঝতে হবে, কিছু নেই। শহরটিতে খুব কম সংখ্যক ভবনই এখন দাঁড়িয়ে আছে। এর প্রায় পুরো জনসংখ্যা পালিয়ে গেছে।

এর আগে জেলেনস্কি বাখমুতকে ইউক্রেনীয় মনোবলের ‘একটি দুর্গ’ বলে অভিহিত করেছিলেন।

এর আগে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। শনিবারের ওই ভিডিওতে তিনি বাখমুত পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছেন।

চলতি মাসের শেষের দিকে রাশিয়ান সৈন্যদের কাছে শহরটি হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তবে দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, শহরের পরিস্থিতি ‘সংকটজনক’।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।