বাখমুত পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তার বাহিনী পূর্ব ইউক্রেনের শহরটির নিয়ন্ত্রণে আছে কি না জানতে চাইলে রোববার (২১ মে) জেলেনস্কি বলেন, এটি দুঃখের বিষয়, এটি একটি ট্র্যাজেডি। কিন্তু বাখমুত আমাদের হৃদয়ে রয়েছে।
হিরোশিমায় জি-৭ দেশগুলোর বৈঠকে জেলেনস্কিকে বাখমুতের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানকার পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আপনাকে বুঝতে হবে, কিছু নেই। শহরটিতে খুব কম সংখ্যক ভবনই এখন দাঁড়িয়ে আছে। এর প্রায় পুরো জনসংখ্যা পালিয়ে গেছে।
এর আগে জেলেনস্কি বাখমুতকে ইউক্রেনীয় মনোবলের ‘একটি দুর্গ’ বলে অভিহিত করেছিলেন।
এর আগে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। শনিবারের ওই ভিডিওতে তিনি বাখমুত পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছেন।
চলতি মাসের শেষের দিকে রাশিয়ান সৈন্যদের কাছে শহরটি হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তবে দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, শহরের পরিস্থিতি ‘সংকটজনক’।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস