ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় দুই সৈন্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন।  

নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের এক কর্মী এবং বেসামরিক নাগরিক।

নিরাপত্তাকর্মীরা এমনটি জানিয়েছেন। খবর আল-জাজিরা।

বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে এই বোমা হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি আফগানিস্তান সীমান্তঘেঁষা  এবং পাকিস্তান তালিবানের সাবেক ঘাঁটি।

এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা রেহমান খান।

বার্তাসংস্থা ডিপিএকে আরেক পুলিশ কর্মকর্তা রাসুল দারাজ বলেন, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। সড়কে তল্লাশি চালানোর সময় হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।

কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির পাকিস্তান তালিবানের দিকে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।