ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুত দখলে ২০ হাজার সৈন্য হারিয়েছে ভাগনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
বাখমুত দখলে ২০ হাজার সৈন্য হারিয়েছে ভাগনার

বাখমুত শহর নিয়ে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনারের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলেছে। এই লড়াইয়ে ২০ হাজার সৈন্য হারিয়েছে ভাগনার।

এক সাক্ষাৎকারে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ভাগনারের পক্ষ থেকে লড়াই করতে প্রায় ৫০ হাজার বন্দিকে নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি রাশিয়ান রাজনৈতিক কৌশলবিদ কনস্ট্যান্টিন দলগভকে বলেছেন, বাখমুতে দখলের যুদ্ধে চুক্তি করা সৈন্যদের একটি অংশও তিনি হারিয়েছেন।

গত শনিবারেই ভাগনার জানিয়েছিল, পূর্ব ইউক্রেনের বাখমুত এখন তাদের দখলে। আগামী ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে।

যদিও তখনই এক বিবৃতি প্রকাশ করে ইউক্রেন জানিয়ে দেয়, বাখমুত রাশিয়া কখনও দখল করতে পারেনি। রাশিয়ার সেনা সেখানে নেই।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।