ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) কর্তৃপক্ষ বলছে, এক মাসব্যাপী রাজধানীতে রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সামরিক প্রধানরা বলেছেন, কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিন ঘণ্টার হামলার সবকটি ড্রোনই ধ্বংস করেছে।

রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আকাশ পথ থেকে আবারও কিয়েভে আক্রমণ করা হয়েছে। ’

তিনি বলেন, ‘এটি একটি ব্যাপক হামলা ছিল। কৌশল ব্যবহার করে শত্রুরা ড্রোন দিয়ে আক্রমণ করছে। ’

তিনি যোগ করেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা কিয়েভের দিকে অগ্রসর হওয়া সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় ইরানের তৈরি করা শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে।

এদিকে কিয়েভ ছাড়াও খারকিভ এবং চেরনিভতসি শহরেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।