ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বন্ধ হচ্ছে ৪টি রুশ কনসুলেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১, ২০২৩
জার্মানিতে বন্ধ হচ্ছে ৪টি রুশ কনসুলেট

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জার্মানি। দেশটিতে থাকা পাঁচটির মধ্যে চারটি রুশ কনসুলেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাসে এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সেদেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।

তার উত্তরেই জার্মানি এই সিদ্ধান্ত নিলো। তারা রাশিয়ার চারটি কনসুলেট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।

রাশিয়া জানিয়েছে, দেশটি এ সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারাও এর জবাব দেবে।

কেন এই সিদ্ধান্ত?

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের কূটনীতিক ও অন্য মানুষের সংখ্যায় একটি মিল থাকা দরকার। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনসুলেট থাকবে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুন ১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।