ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পিটিআই ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
পিটিআই ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, দেশটির সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা আইএসআই আগামী নির্বাচনে তার বিজয় ঠেকাতে পিটিআই-কে ধ্বংস ও তাকে জেলে নেওয়ার চেষ্টা করছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী পিটিআই-কে ধ্বংস করার ক্ষেত্রে কোনো রাখঢাক করছে না বলেও অভিযোগ করেন ইমরান।

অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের সরকার সামরিক আদালতে বিক্ষোভ ও হামলার সঙ্গে জড়িত সন্দেহে পিটিআইর সিনিয়র নেতাসহ বেশ কয়েকজনের বিচার প্রক্রিয়া শুরু করেছে।

তবে ইমরান খান বলেছেন, যে হামলার জন্য বিচারের প্রক্রিয়া চলছে তা ছিল সাজানো ঘটনা। পিটিআইয়ের নেতা-কর্মীদের শাস্তি দিতেই ওই ঘটনা সাজানো হয়েছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপরই দেশজুড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে মুক্তি পান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ