ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসাম-অরুণাচল সীমান্তে গুলিতে ২ জন নিহত, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আসাম-অরুণাচল সীমান্তে গুলিতে ২ জন নিহত, নিখোঁজ ৩

ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের সীমান্তে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন অনেকেই। আর সেখানেই গুলি চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (৫ জুন) আসামের ধেমাজি জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, স্থানীয়রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্তে জড়ো হয়েছিলেন। সাতজন সকালেই সেখানে চলে যান। অনুষ্ঠান আয়োজনের জন্যই তারা গিয়েছিলেন। তাদের দিকে গুলি করা হয় বলে অভিযোগ উঠে। এমনকি একজনের মৃত্যুও হয়।

এদিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে তিনজনের খোঁজ মিলছে না। তাদের খোঁজ চলছে।

আসাম ও অরুণাচলের মধ্যে প্রায় ৮০৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুইপক্ষই সীমান্ত সমস্যা মেটাতে বার বার আলোচনায় বসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও এ সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।