ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

খবর আল-জাজিরা।

কয়েক মাস আগে একই ধরনের হামলায় আঞ্চলিক পুলিশ প্রধান নিহত হন। আইএসআইএলের একটি সহযোগী গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করে।

হামলাকারী বিস্ফোরকবাহী একটি গাড়ি দিয়ে গভর্নরকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। গভর্নরের নাম নিসার আহমেদ আহমাদি। তিনি উত্তরাঞ্চলয় বাদাখস্তান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর। প্রদেশের রাজধানী ফাইজাবাদে এই ঘটনা ঘটে।

এখনো এটি স্পষ্ট নয় যে, এই হামলার পেছনে কে দায়ী। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে তালিবান কোনো কর্মকর্তার ওপর হামলার ঘটনা এটিই প্রথম।

প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান মুয়াজউদ্দিন আহমাদি বলেন, গভর্নর এই হামলার লক্ষ্য ছিলেন।

প্রায় দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে হটিয়ে তালিবানের ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে। তবে আইএসআইএল এখনো একটি হুমকি। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে তালিবানের সশস্ত্র বিদ্রোহের সময় লাখের বেশি মানুষ নিহত হয়।

গেল ডিসেম্বরে আইএসআই এল দাবি করেছিল, তারা প্রদেশের পুলিশ প্রধানকে হত্যা করেছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।