কাখোভকা বাঁধ ধ্বংস হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি এই খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, এই ক্ষয়ক্ষতি রাশিয়ার সন্ত্রাসী হামলার ফল। ক্রেমলিনকে নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
কিয়েভের মিত্র দেশগুলো এই হামলার নিন্দা করেছে। রাশিয়া অবশ্য বলছে এই বাঁধ ধ্বংস ইউক্রেনেরই নাশকতা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সৈন্যদের ওপর এই বাঁধ উড়িয়ে দেওয়ার দায় চাপিয়েছেন।
তার দাবি, স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটের দিকে সৈন্যরা সেখানকার প্ল্যান্টটি ভেতর থেকে উড়িয়ে দিয়েছে।
জেলেনস্কি বলছেন, পানি প্রবাহে সৃষ্ট বন্যায় ৮০টিরও বেশি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে। লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এই বাঁধ গুরুত্বপূর্ণ এক সম্পদ। বাঁধ থেকে উজানে জনসাধারণ ও জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে পানির সংস্থান করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আরএইচ