ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে শেষ হচ্ছে ঘোড়দৌড়ের ১৮০ বছরের ইতিহাস 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
সিঙ্গাপুরে শেষ হচ্ছে ঘোড়দৌড়ের ১৮০ বছরের ইতিহাস 

সিঙ্গাপুরে ঘোড়দৌড়ের ১৮০ বছরেরও বেশি সময়ের ইতিহাস শেষ হতে চলেছে। খবর বিবিসি।

দক্ষিণপূর্ব এশিয়ার ছোট এই দ্বীপদেশে আগামী বছর শেষবারের মত বসবে ঘোড়দৌড়ের আসর। দেশটির ঘোড়দৌড়ের একমাত্র মাঠ সিঙ্গাপুর টার্ফ ক্লাবে এই আসর বসবে।  

এরপরই সিঙ্গাপুর সরকার ১২০ হেক্টরের মাঠটি নিয়ে নেবে। এই মাঠে হবে সরকারি ও বেসরকারি আবাসন।

ঘোড়দৌড়ের ভক্ত রানি দ্বিতীয় এলিজাবেথের নামানুসারে সিঙ্গাপুরে একটি প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে। প্রতিযোগিতাটির নাম রানী দ্বিতীয় এলিজাবেথ কাপ। ১৯৭২ সালে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দ্বিতীয়বার ২০০৬ সালে রানি সেখানে যান।  

সিঙ্গাপুর টার্ফ ক্লাব সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুরে ঘোড়দৌড়ের রয়েছে দীর্ঘ ও স্বতন্ত্র ইতিহাস। এতে বলা হয়, 

২০২৪ সালের ৫ অক্টোবর গ্র্যান্ড সিঙ্গাপুর গোল্ড কাপের শততম আসর পর্যন্ত সব প্রতিযোগিতায় ক্লাব ক্রীড়াসুলভ আচরণ, নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করবে।  

১৮৪২ সালে ঘোড়দৌড়ের সঙ্গে পরিচিত হয় সিঙ্গাপুর, যখন স্কটিশ সওদাগর উইলিয়াম হেনরি ম্যাক্লিওড রেডসহ আরও কয়েকজন উৎসাহী ব্যক্তি সিঙ্গাপুর স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেন।  

ফেরার পার্কে আধা জলাভূমির কিছু জমিকে ঘোড়দৌড়ের মাঠে রূপান্তরিত করেন। পরে এর নামকরণ করা হয় সিঙ্গাপুর টার্ফ ক্লাব।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।