ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলবার আদালতে হাজির হবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
মঙ্গলবার আদালতে হাজির হবেন ট্রাম্প

গোপন নথির মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার মায়ামি আদালতে হাজির হবেন। তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে যে, তিনি জাতীয় প্রতিরক্ষা তথ্য আটকে রাখা এবং ন্যায়বিচারে বাধা সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

যে নথিতে ট্রাম্পের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আনা হয়েছে, সেটি এখনও প্রকাশ্যে আসেনি।

সাবেক এই প্রেসিডেন্ট যিনি ২০২৪ সালে হোয়াইট হাউজে ফেরার জন্য প্রচারণা চালাচ্ছেন, তিনি বলছেন, এই পদক্ষেপ নির্বাচনী হস্তক্ষেপের একটি জঘন্য কাজ।

এপ্রিলে নিউইয়র্কের গ্র্যান্ড জুরি  ট্রাম্পকে অভিযুক্ত করার কয়েক মাসের মধ্যে এটি হবে আদালতে তার দ্বিতীয় সমন।  

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকালে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেও ট্রাম্প এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারবার।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।