ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের নামে ৩৭ অভিযোগ, যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
ট্রাম্পের নামে ৩৭ অভিযোগ, যা বললেন বাইডেন বাইডেন ও ট্রাম্প

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার নামে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে।

এরমধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে।

এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের নামে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এ মামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুধু তাই নয়, ঘটনার তদন্তকারী অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন বাইডেন।

শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর: রয়টার্স

তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার সঙ্গে হোয়াইট হাউস জড়িত নয়। আমি তার সঙ্গে কোনও কথা বলিনি, বলছিও না। এ মামলা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।