ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুরনো মর্টাল শেল বিস্ফোরণে দক্ষিণ সোমালিয়ায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
পুরনো মর্টাল শেল বিস্ফোরণে দক্ষিণ সোমালিয়ায় নিহত ২৭

দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫৩ জন।

খবরে বলা হয়, গতকাল শুক্রবার (৯ জুন) রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে বিস্ফোরণটি ঘটে।

দক্ষিণ সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে কোরিওলি শহরের কর্মকর্তাদের বরাত দিয়ে হতাহতের সংখ্যা জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, একটি মাঠে কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণটি ঘটে। এক শিশুর স্পর্শ লাগলে শেলটি বিস্ফোরিত হয়। এ সময় অনেকেরই মৃত্যু হয়।

অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হিসেবে পরিচিত বহু দিন। কিন্তু শুক্রবারের এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।