ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়াকে শত শত ড্রোন দিয়েছে ইরান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
রাশিয়াকে শত শত ড্রোন দিয়েছে ইরান: হোয়াইট হাউস

রাশিয়া ইরানের কাছ থেকে শত শত একমুখী আক্রমণকারী ড্রোন পেয়েছে, যা দিয়ে তারা ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।

হোয়াইট হাউস জানায়, আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি) নামে পরিচিত এই ড্রোন ইরানে তৈরি করা হয়।

কাস্পিয়ান সাগর পেরিয়ে পাঠানো এই ড্রোনগুলো ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনী ব্যবহার করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভে হামলা চালাচ্ছে। জনগণকে আতঙ্কিত করতে তারা ইরানি ইউএভি ব্যবহার করছে। রাশিয়াকে সাহায্য করছে ইরান। ’

কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, একটি ড্রোন তৈরির কারখানা বানাতে যে উপকরণগুলো দরকার হয়, ইরানের কাছ থেকে রাশিয়া সেগুলো পাচ্ছে। আগামী বছরের শুরুতে ওই কারখানা সম্পূর্ণরূপে চালু হতে পারে।

তিনি দাবি করেন, ‘রাশিয়ার আলাবুগা নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ইউএভি উৎপাদনকেন্দ্রের পরিকল্পিত অবস্থানের স্যাটেলাইট চিত্র আমরা প্রকাশ করছি। ’

কিরবি বলেন, ইরান রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার এবং রাডারসহ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম চেয়েছে।

এছাড়া, রাশিয়াও ইরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিকস এবং বিমান প্রতিরক্ষাসহ অভূতপূর্ব প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়ে আসছে।

কিরবি বলেন, ড্রোন স্থানান্তর জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্র দুই দেশকেই এর জন্য জবাবদিহি করতে বলবে।

সূত্র- ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।