ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের বাস দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিয়ের বাস দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ১০

অস্ট্রেলিয়ায় একটি বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১১ জুন) রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দেশটির ওয়াইন অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি বলছে, যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে এসে তাদের বাসটি উল্টে যায়। ।

পুলিশ বলেছে, দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি তারা খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মূলত মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়।

ট্রেসি চ্যাপম্যান বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। মোট ২৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসের নীচে এখনও লোকেরা আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে নিউ সাউথ ওয়েলসের পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসচালককে অভিযুক্ত করার জন্য পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য ছিল। সামান্য আঘাতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেছেন, ‘এমন একটি সুন্দর জায়গায় আনন্দের একটি দিনে এ ভয়ানক দুর্ঘটনা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়াটা খুবই দুঃখজনক এবং অন্যায়’।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।