ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

ইতালীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।  

বিবিসি বলছে, মিলানের সান রাফায়েলে হাসপাতালে সিলভিও বারলুসকোনি মারা যান। গেল এপ্রিলে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।

ধনকুবের মিডিয়া ব্যক্তিত্ব বারলুসকোনি ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কয়েক দফায় সরকারের নেতৃত্বে ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, লিউকোমিয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য গেল শুক্রবার তাকে মিলানের মিলানের ওই হাসপাতালে নেওয়া হয়।

বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গেল সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।  

সরকার থেকে বারলুসকোনির বিদায় সুখকর ছিল না। শেষ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যৌন কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। তাছাড়া ইতালির সেসময়কার বেড়ে চলা বাজেট ঘাটতি মোকাবিলা করতে তাকে বেশ হিমশিম খেতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।