ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নটিংহ্যামের সড়কে ৩ মরদেহ, পুলিশ বলছে বড় ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
নটিংহ্যামের সড়কে ৩ মরদেহ, পুলিশ বলছে বড় ঘটনা

ইংল্যান্ডের নটিংহ্যাম শহরের সড়কে মঙ্গলবার তিন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে এটি বড় ঘটনা।

খবর সিএনএন।

নটিংহ্যামশায়ার পুলিশ জানিয়েছে, খুন সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শহরের ইলকেস্টন রোডে একটি ঘটনার বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছিল, যেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর একটু দূরে মিলটন রোডে আরেকটি ঘটনায় পুলিশকে ডাকা হয়, যেখানে একটি ভ্যান তিন ব্যক্তির ওপর দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগডালা সড়কেও আরেকটি মরদেহ মিলেছে।

পুলিশ বলছে, তাদের বিশ্বাস, তিনটি ঘটনার যোগসূত্র রয়েছে।

মঙ্গলবারের এই ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনায় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানিয়েছে।

পুলিশের প্রধান কনস্টেবল কেট মেয়েনেল বলেন, এটি একটি ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনা, যা তিন ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে।  

যুক্তরাজ্যের আইনপ্রণেতা রবার্ট জেনরিক বলেন, এই ঘটনার পর স্থানীয়রা বিস্মিত হন।

টুইটে তিনি বলেন, নটিংহ্যামশায়ার পুলিশসহ যারা এই ভয়াবহ হামলায় সাড়া দিয়েছে, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। নটিংহ্যামশায়ারের সবাই এই কষ্ট ভাগ করে নিই। যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবার ও পরিজনের জন্য প্রার্থনা।

আরেক আইনপ্রণেতা অ্যালেক্স নোরিস টুইটে বলেন, আমাদের শহরের জন্য ভয়াবহ একটি সংবাদ পেয়ে ঘুম ভাঙল। ভুক্তভোগীদের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে প্রার্থনা।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।