ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে ‘অবৈধ বসতি’ বন্ধের আহ্বান জাতিসংঘ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ফিলিস্তিনে ‘অবৈধ বসতি’ বন্ধের আহ্বান জাতিসংঘ প্রধানের

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ‘সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ’ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

একইসঙ্গে তিনি ইসরায়েলের বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে পাঁচ ফিলিস্তিনি নিহত ও ৯১ জন আহত হওয়ার পর জাতিসংঘের প্রধান এ আহ্বান জানান।

এক বিবৃতিতে মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে, ‘এ ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই অবৈধ বসতিগুলোর সম্প্রসারণ উত্তেজনা ও সহিংসতা আরও বাড়াচ্ছে। ’

জাতিসংঘ প্রধান বলেন, ‘এটি ফিলিস্তিনি ভূমি ও প্রাকৃতিক সম্পদে দখল করে সেখানকার জনগণের অবাধ চলাচলে বাধা দেয়। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের বৈধ অধিকারকে ক্ষুণ্ণ করে। ’

গতকাল জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯১ জন।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চালালে সৈন্যরা গুলির মুখে পড়ে। এতে তীব্র গুলি বিনিময় হয়।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক একটি যানে বিস্ফোরক ডিভাইস আঘাত করে। এতে যানটি ক্ষতিগ্রস্ত হয়।  পরে সামরিক হেলিকপ্টারগুলো বন্দুকধারীদের দিকে গুলি চালায় যাতে বাহিনী বেরিয়ে যেতে পারে।

সানাদ সংস্থার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ইসরায়েলি হেলিকপ্টার ক্যাম্পে একটি রকেট ছোড়ে। নজরদারি একটি আকাশযানকে উপরে উড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।