ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বেইজিংয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন ও শির বৈঠকের একদিন পরই (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করলেন।

যদিও চীন এখনও বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো একটি চীনা গুপ্তচর বেলুন ঘিরে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে শি বিব্রত।

তিনি বলেন, চীনা গুপচর বেলুনগুলো ধ্বংস করে দেওয়ায় শি জিনপিং খুব বিরক্ত হয়েছিলেন। তিনি (জিনপিং) জানতেনই না, সেখানে এমনটি হতে পারে।

‘স্বৈরশাসকদের জন্য এটি বড় বিব্রতকর বিষয়। যখন তারা জানত না কী হয়েছে। ’

চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশসীমার ওপর দিয়ে উড়ছিল। সেটি ধ্বংস করে দেওয়ার প্রেক্ষাপটে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে বড় ধরনের উত্তেজনা দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।