ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের স্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বাইডেনের স্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় মোদির।

সেখানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বেশ কিছু উপহার দেন মোদি।  

উপহারের তালিকায় রয়েছে, রূপার গণেশ। এই রূপার গণেশ তৈরি করেছেন কলকাতার স্বর্ণকাররা। এ ছাড়া বাইডেনকে দেওয়া হয়েছে, মাইসুরুর চন্দনকাঠের বাক্স। বাক্স তৈরি হয়েছে জয়পুরে। তাতে রয়েছে যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। উপহারে গিয়েছে আইরিশ কবির ৮৬ বছর আগের উপনিষদের অনুবাদ।

উপহার থেকে বাদ যাননি বাইডেনের স্ত্রী জিল বাইডেনও।  বাইডেনপত্নীকে দেওয়া হয়েছে সবুজ হীরা। এই হীরা পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। হীরার বাক্সে রয়েছে কাশ্মীরি শিল্পীদের কারুকাজ। উত্তর প্রদেশ থেকে গিয়েছে তাম্রপাত্র।

সফরে যুক্তরাষ্ট্রে পা রেখেই একের পর এক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মোদি। দেশটির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।

হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।