ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে মোদির নৈশভোজ যেন চাঁদের হাট, যা ছিল মেন্যুতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
হোয়াইট হাউসে মোদির নৈশভোজ যেন চাঁদের হাট, যা ছিল মেন্যুতে

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন জো বাইডেন এবং তার স্ত্রী তথা সেদেশের ফার্স্ট লেডি জিল বাইডেন।

আর সেই বিশেষ নৈশভোজে যেন চাঁদের হাট বসেছিল।

ছিলেন মুকেশ আম্বানি, স্ত্রী নীতা আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সস্ত্রীক সুন্দর পিচাইসহ আরও অনেকে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই প্রথম তার সম্মানে হোয়াইট হাউসে স্টেট ডিনারের আয়োজন করা হয়।

নৈশভোজে বিশিষ্ট ভারতীয় এবং আমেরিকানদের দেখা মিলল। বিজনেস, টেক, ফ্যাশন ইত্যাদি দুনিয়ায় একাধিক প্রখ্যাত মানুষ এদিন আমন্ত্রিত ছিলেন।  

নরেন্দ্র মোদির সঙ্গে এদিন ছিলেন এস জয়শঙ্কর অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

নৈশভোজে সত্য নাদেলা, অনু নাদেলা, সিনেমা নির্মাতা এম নাইট শ্যামলন, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং ৩ সহ নিধি তিওয়ারি, অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণসহ সালমান আহমেদ, কিরণ আহুজা, ডক্টর নিকোলাস ট্যাগলেও ছিলেন।

ছিলেন অ্যাপেলের সিইও টিম কুকও। এদিনের বিশেষ নৈশভোজে চার শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিশিষ্ট অতিথিদের তালিকায় নাম দেখা যায় কমলা হ্যারিস, তরুণ ছাবড়া, মাইকেল ফ্রোহম্যান, এরিক গারসেটি, মেরিক গারল্যান্ড, সহ অন্যান্যদের। বাইডেনের পরিবার থেকে এদিন হান্টার বাইডেন, জেমস বাইডেন, নাওমি বাইডেন নিল ছিলেন।

প্রধানমন্ত্রী মোদি নিরামিষভোজী। তাই হোয়াইট হাউসের নৈশভোজের মেনুতে ছিল ম্যারিনেট করা মিলেট ও কর্ন সালাদ। এর সঙ্গে ছিল ট্যাঙ্গি অ্যাভোকাডো স্যস ও তরমুজ। ক্রিমি স্যাফরন রিসোটো সহকারে স্টাফড পোর্টোবেলো মাশরুমও ছিল মেনুতে। শেষে পাতে ছিল স্ট্রবেরি শর্টকেক।  

মোদির সম্মানে আয়োজিত নৈশভোজের মেনু ঠিক করেছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন নিজে। হোয়াইট হাউসের গেস্ট শেফ নিনা কার্টিসের নেতৃত্বে আরও বেশ কয়েকজন এই নৈশভোজের জন্য খাবার তৈরি করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।