ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঝুঁকি এড়াতে মস্কোতে ‘নন-ওয়ার্কিং’ ডে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ঝুঁকি এড়াতে মস্কোতে ‘নন-ওয়ার্কিং’ ডে মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন

ঝুঁকি এড়াতে মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন রোববার (২৩ জুন) মস্কোতে নন-ওয়ার্কিং ডে ঘোষণা করেছেন।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এক টেলিগ্রাম বার্তায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, মস্কোতে সন্ত্রাসবিরোধী শাসনব্যবস্থা ঘোষণা করা হয়েছে। মস্কোর বাসিন্দাদের প্রতি তিনি যথাসম্ভব শহরে ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছেন।

বিবিসির খবর অনুসারে, ওয়াগনার গ্রুপ রাশিয়ার কেন্দ্রীয় অঞ্চল থেকে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। ওয়াগনার যোদ্ধাদের আগমনের আশঙ্কায় মস্কোতে নন-ওয়ার্কিং ডে ঘোষণা করা হয়েছে।

মস্কোর মেয়র বলেন, পরিস্থিতি কঠিন। শহরের প্রতিবেশী অঞ্চলের কিছু সড়ক বন্ধ করা হতে পারে।

ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন। কিন্তু রাশিয়ার সামরিক নেতৃত্ব নিয়ে আগে থেকেই নাখোশ ছিলেন প্রিগোজিন। ইউক্রেনে যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে লড়ার সময়ও নানা অভিযোগ তুলেছিলেন তিনি।

প্রিগোজিন এখন নিজেই বিদ্রোহ করেছেন মস্কোর সামরিক নেতৃত্বে বিরুদ্ধে। তার বাহিনী এখন এই সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য মস্কো পর্যন্ত যাবে বলে হুমকি দিয়েছেন।

মস্কো ছেড়ে পালিয়েছেন পুতিন!

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।