ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশিগানে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণে নিহত ২, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মিশিগানে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণে নিহত ২, আহত ১৫

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়েরে ঘটনাটি ঘটে।

মিশিগান পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পার্টিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল। ঘটনার আগে পুলিশ এই ভিড়কে বিভিন্ন স্থানে একাধিকবার ছত্রভঙ্গ করেছিল।

এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভিড়ের মধ্যে গুলি ছোড়া হয়েছে বলে ৯১১-এ কল করে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি ছিল।

কর্তৃপক্ষ বলেছে, দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গুলিও চালানো হয়। উত্তরে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজনকে আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় যানবাহনের ধাক্কায় অনেকে আহত হন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, এসময় কমপক্ষে পাঁচটি ভিন্ন ক্যালিবার অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে।

এতে বলা হয়েছে, বন্দুকের গুলিতে ও গাড়ির ধাক্কায় ১৫ জন আহত হয়েছে। নিহত হয়েছে দুইজন। এদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণ। অপরজন ৫১ বছর বয়সী এক নারী।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।